বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপ বিভ্রাট

0
1824

বিশ্বজুড়ে নতুন বছরের শুরুতেই বিভ্রাটের মধ্যে পড়েছে হোয়াটসঅ্যাপ। সমস্যা সমাধানের আগে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল অ্যাপটির সেবা। মধ্যরাতে নতুন বছর শুরুর পরপরই এ বিভ্রাট দেখা দেয়। এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের মুখপাত্র বলেন, ‘বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ গ্রাহকরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিভ্রাটের শিকার হয়েছেন, যা এখন ঠিক করা হয়েছে। প্রায় এক ঘণ্টা দীর্ঘস্থায়ী এ বিভ্রাট তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।’ ২০১৭ সালে হোয়াটসঅ্যাপে আরও কয়েকবার এমন সমস্যা দেখা গেছে। এর মধ্যে মে মাসে কয়েক ঘণ্টা ধরে এমন সমস্যা ছিল। এর আগের মাসেই সাময়িক সময়ের জন্য হোয়াটসঅ্যাপ সেবা বন্ধ ছিল। ২০০৯ সালে যাত্রা শুরু করে হোয়াটসঅ্যাপ। ২০১৪ সালে ১৯০০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কিনে নেয় ফেসবুক। বর্তমানে বিশ্বজুড়ে শতকোটির বেশি সক্রিয় গ্রাহক রয়েছে অ্যাপটির। সূত্র : ইন্টারনেট

মন্তব্য করুন