রাশিয়া ও ইউক্রেনে হ্যাকারদের সাইবার হামলা

0
1211

হ্যাকাররা রাশিয়া ও ইউক্রেনে বেশ কয়েকটি সাইবার হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

র‍্যানসমওয়ার ‘ব্যাড র‍্যাবিট’-এর হামলায় দেশ দুটির বেশ কয়েকটি ওয়েবসাইট, একটি বিমানবন্দর ও রেলস্টেশনের কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর ছড়িয়ে পড়া ওয়ানাক্রাই ও পেতিয়া র‍্যানসমওয়ারের সঙ্গে এর মিল রয়েছে।

রুশ সাইবার সিকিউরিটি ফার্ম গ্রুপ আইবি জানায়, হামলায় কিছু প্রতিষ্ঠানের সার্ভার ও ওয়ার্কস্টেশন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।

এদের মধ্যে ইন্টারফ্যাক্স ও ফনতানকা আরইউ নামের প্রতিষ্ঠানগুলোর গোপন তথ্যের ব্যাপারে বেশ চিন্তিত কর্তৃপক্ষ।

কেননা, কম্পিউটার হ্যাক করার পর মুক্তিপণ হিসেবে অন্তত ২৮০ ডলার মানের বিটকয়েন চাইছে হ্যাকাররা।

তুরস্ক আর জার্মানির বেশ কিছু প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছে এই ব্যাড র‍্যাবিট র‍্যানসমওয়ার।

মন্তব্য করুন