পেয়াজের মধ্যেও ভূত!

0
1415

চার লাখ টন পেঁয়াজ গেলো কই?

এবার পেয়াজের মধ্যেও ভূত!বাজারে পেঁয়াজের এখন অনেক ঝাঁজ। দাম আকাশছোঁয়া। মাত্র পনেরো দিনের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম ২৫ থেকে ৩৫ টাকা বেড়ে ৮০ থেকে ৯০ টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে পেঁয়াজের সংকট। চাহিদা অনুযায়ী সরবরাহ নেই। তাই দাম বেড়েছে। এছাড়া উৎপাদনকারী দেশ ভারতেও দাম বেড়েছে। কিন্তু উৎপাদন, আমদানি ও মজুদ পরিস্থিতির সঙ্গে ব্যবসায়ী, বাজার পর্যবেক্ষক ও বাণিজ্য মন্ত্রণালয়ের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায় না।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা ২০ থেকে ২২ লাখ মেট্রিক টন। আর এ বছর দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ১৯ লাখ মেট্রিক টন। সে হিসেবে ঘাটতি থাকার কথা সর্বোচ্চ ৩ লাখ মেট্রিক টন। কিন্তু বছর শেষ হওয়ার বাকি আর দুই মাস। আর ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পেঁয়াজ আমদানি করা হয়েছে ৭ লাখ ৭০ হাজার ৮৭৫ মেট্রিক টন। এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ঘাটতি মেটানোর পর নতুন ফসল ওঠার ২ মাস আগে এই মুহূর্তে দেশে পেঁয়াজ মজুদ থাকার কথা ৪ লাখ ৭০ হাজার ৮৪৫ মেট্রিক টন। অথচ ব্যবসায়ীরা বলছেন, এখনই বাজারে পেঁয়াজ নেই। বাজার পর্যবেক্ষণ ও ভোক্তাদের প্রশ্ন, তাহলে আমদানির বাড়তি ৪ লাখ ৭০ হাজার মেট্রিক টন পেঁয়াজ গেলো কোথায়?

মন্তব্য করুন