সাহসী -বাবলী আকন্দ

0
1240

আমরা নারী
ভয় আর প্রতারণা নিয়ে
বেঁচে থাকি।

ভদ্রলোকের সমাজে
তাদের বুলি আর বক্তব্যে
হয়ে উঠি প্রতিবাদী।
কিš‘ প্রতিবাদী সাহসিকতা
ভদ্রতার লেবাসেই
থাকে আটকে।

জিন্স আর পনিটেইল করে
বাঁধা চুলের মাঝেই
ভদ্রলোকেরা খুঁজে পান
প্রতিবাদী নারীকে।

ক্যামেরার সামনে দৌঁড়ে যাওয়া,
মিছিলমিটিং এ চিৎকার করা
বিজ্ঞ আদালতে নারীর উপ¯’াপন
চমকিত হয় সর্বজন।

কি হয় তাতে?

সেই নারী যখন
ফিরে যায় আপন নিবাসে
তখনই আক্রমণ আর
হামলা হয় প্রকাশ্যে।
চারপাশ হয় ফাঁকা
লজ্জায় যায় না মুখ ঢাকা।
প্রতিবাদী নারীর এ কি অব¯’া!
দাঁত কেলিয়ে হাসেন সমাজ নির্ধারকেরা

দেখিয়ে দিতে আবারো
প্রতিবাদী নারী
নারীর হয়ে পথে নামে, চিৎকার করে।

বিচার!
নিরবেই যায় রয়ে।

 

মন্তব্য করুন