রঙ্গভুমির আত্নপ্রকাশ উৎসব অনুষ্ঠিত

0
838

নওশিন বৃষ্টি: বাংলাদেশ পথনাটক পরিষদ এর সভাপতি মান্নান হীরা।তিনি বলেন,শিকারী নাটকটি সমসাময়িক বিসয়ের উপর লেখা এবং ঢাকার বাইরে এই নাটকটি ময়মনসিংহ শহরে প্রথম মঞ্চস্থ হয়েছে।ময়মনসিংহ শহরের মানুষ সংস্কতিসেবী। তিনি আরো বলেন,মঞ্চ নাটক কেন দর্শকপ্রিয়তা হারাচ্ছে তা বিশ্লেষণ করা অতীব জরুরী। প্রতিটি উপজেলা থেকে দর্শকপ্রিয়তা বাড়াতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন,বহুরূপী নাট্যসংস্থার সচিব শাহাদাত হোসেন খান হিলু,নাট্য নির্দেশক অপু মেহেদী,আলোক নির্দেশনায় ছিলেন ইশতিয়াক হোসেন। অভিনয়ে ছিলেন সাদ্দাম মুক্তাদির,সেলিম আহম্মদ, সাবরিনা জামান ৈনরিতা,সাব্বির হাসান প্রকাশ, নওশিন বৃষ্টি, অন্তর,মরু,আরিফ শাকিল,মানিক,পলাশ,আল নোমান,মাকসুদা জামান কলি,গৌতম দাস।নাটকের কোরিওগ্রাফার ছিলেন ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিসুজ্জামান হাসান।

মন্তব্য করুন