যত দুর চোখ যায় খুঁজে ফিরি এই আমাকে

0
836

 

যত দুর চোখ যায় খুঁজে ফিরি এই আমাকে পথের ধারে,চৈতালী মলয়ে অশ্বত্বের নীচে।

বিভোর সুখের স্বপ্নাঁচড়ে আঁকা নগরীর ভাঁজে নীলাভ আলোয় ঝলসানো বিবর্ণ মুখে।

কোথাও কি ছিলাম কভূ, নাকি কল্পনার ছায়ায় অস্তিত্বের অমরতা রচি।

আমি হারাই ব্রহ্মপুত্রের তলদেশে,আনমনে অথই পাথারে মুক্তো বিহীন ঝিঁনুকে, কখনও শূন্য-পাতাল সন্দিক্ষণে ।

এই খানেই এই সুরভিত মাটির ঘ্রানে বিলীনৃ হওয়া অস্তিত্বের শেকড় বেড়েছে, জন্মেছে এমনি অনেক,এই আমিও।

প্রতিনিয়ত বদলেছে রূপ খোলস বদলানো বিষধর গোখরোর মতো, হয়নি কিছু পরিবর্তন আজন্ম বহমান সৃষ্টিতে।

বিনির্মিত স্বপ্নের বিরামহীন ছন্দময় গতি বাড়িয়ে চলে নিটোল সময়।

মন্তব্য করুন