ডাঃ আশিকুরের উদ্যোগে টেলিসেবা চালু

0
610

করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে

ময়মনসিংহ মেডিকেল কলেজের ‘নাক-কান ও গলা’ রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আশিকুর রহমান

 করোনাভাইরাস এর কারণে বর্তমান অনিয়শ্চয়তায় হাসপাতালে এসে চিকিৎসা সেবা নেওয়া কষ্টকর হয়ে পড়েছে। এমতাবস্থায় জরুরী কোন কারণে বা দীর্ঘমেয়াদী রোগের ধারাবাহিক চিকিৎসা পরামর্শ দেওয়ার জন্য

ময়মনসিংহ মেডিকেল কলেজের ‘নাক-কান ও গলা’ রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আশিকুর রহমানের উদ্যোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে COVID-19 ‘টেলিসেবা’ চালু করা হয়েছে।

ডাঃ মোঃ আশিকুর রহমান বলেন, বর্তমানে আলোচিত করোনা ভাইরাসের সংক্রমণ আতঙ্কে অবরুদ্ধ দেশে আকস্মিকভাবে প্রায় সব কিছুই বন্ধ হয়ে আছে। রোগটির সংক্রমণ ঝুঁকি এড়াতে সরকারিভাবে মানুষকে বাড়িতে থাকার নির্দেশনা দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এত কিছুর পরও প্রতিদিন নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে। তাই সংক্রমণ ঝুঁকি এড়ানো ও অন্যান্য রোগের চিকিৎসায় দূরের রোগীদের সেবায় টেলি-মেডিসিন ব্যবস্থা সব ধরনের রোগের প্রার্দুভাব কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে। তাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৮জন ডাক্তারের সহযোগীতায় এ টেলিসেবা চালু করেছি। তাই যে কেউ অসুস্থ্য হলে প্রাথমিক চিকিৎসা সেবা নিতে আমাদের মোবাইল ফোনের কল দিয়ে বাসায় বসে সেবা গ্রহণ করতে পারে।

তিনি আরো জানান, এই টেলিসেবা প্রাপ্তির জন্য প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ মানুষ কল দিয়ে রিসিভ করে চিকিৎসকরা সেবা প্রদান করে যাচ্ছে।

##COVID-19 ‘টেলিসেবা’য় নিয়োজিত বিশেষজ্ঞ ডাক্তার ও তাদের মোবাইলঃ-

## নাক-কান ও গলা রোগ বিশেষজ্ঞঃ-

(১) সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আশিকুর রহমান- ০১৭১২-০৯২৬৫৮,

(২)ডাঃ মোঃ বেনজির আহমেদ-মোবাইলঃ- ০১৭১৮-৫৬৫৩৩৩,

(৩) ডাঃ মোঃ আসিফ- মোবাইলঃ-০১৮২৮-০৮৮২৫৩

(৪) ডাঃ মোঃ পুলক আহমেদ- মোবাইলঃ-০১৭৩৪-৮৬৪০৫৭।

##মেডিসিন বিশেষজ্ঞঃ-

(১) ডাঃ মোঃ আলাউদ্দিন ভুইয়া-মোবাইলঃ-০১৬৮৫-২৭৯৬৩৮,

(২)ডাঃ মোঃ আব্দুল হামিদ (রনি)-মোবাইলঃ-০১৭৩৮-২০৩৪৪২

(৩) ডাঃ মোঃ কামরুল ইসলাম-মোবাইলঃ- ০১৭১৭-২২০০৬৪,

(৪) ডাঃ মোঃ মেহেদী হাসান-মোবাইলঃ -০১৮৮৩- ১৩৬৪৮০।

## গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞঃ

(১) ডাঃ সাবিনা ইয়াসমিন-মোবাইলঃ-০১৫৫৮-৯৮২৪৭০

(২) ডাঃ সুমাইয়া শারমিন-মোবাইলঃ-০১৫১৭-০৫৮৯৬৯।

## সার্জারি বিশেষজ্ঞঃ

(১)ডাঃ মাসুদ উল ইসলাম খান (সুমন) মোবাইলঃ -০১৭১৭-৫৬৩২৯১, (২) ডাঃ প্রলয়-মোবাইলঃ-০১৭১১-৩২১৫৩৭,

(৩) ডাঃ কল্লোল দত্ত-মোবাইলঃ-০১৭১২-৩৮০৮৬৪,

(৪) ডাঃ সঞ্জয় কুমার কুন্ডু-মোবাইলঃ-০১৭৪৬-০৯৭৩৯৭।

##শিশু বিশেষজ্ঞঃ

(১) ডাঃ মোঃ শরিফ-মোবাইলঃ -০১৭১০-৩৬৯৫৮৮,

(২) ডাঃ তাহসিন কুদ্দুস হিমেল মোবাইলঃ- ০১৭১৭-৫৬৪৪০৬,

(৩) ডাঃ অভিজিত-সিংহ মোবাইলঃ- ০১৯১৬-০৭৫০১৬,

(৪)ডাঃ পাপ্পু -মোবাইলঃ-০১৮৪২-৪১৭১০৮।

মন্তব্য করুন