মেছুয়া বাজারের প্রভাবশালী চক্র রাস্তা দখল করে চলছে ভিট ভাড়া বাণিজ্য-মেয়রের দৃষ্টি র্আকষণ

0
159

দৃষ্টি আর্কষণ ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেছুয়া বাজারের রাস্তা অবৈধ ভাবে দখল করে রমরমা এখন ভিট ভাড়া বাণিজ্য করছে একটি চক্র। মূলত বাজারটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের হলেও কতিপয় প্রভাবশালী একটি চক্র সিটি কর্পোরেশনের চোখকে ফাঁকি দিয়ে এই খাঁচি ও ভিট ভাড়া বাণিজ্য চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবত করে। জানা যায়, মেছুয়া বাজারের কলা পট্টির সামনে থেকে স্বদেশী বাজার মোড় পর্যন্ত ও পালিকা শপিং সেন্টারের সামনে থেকে ছোট বাজার পর্যন্ত বাজারে সমস্ত রাস্তাটির দুই পাশে প্রভাবশালী চক্র রাস্তায় বসে যারা ব্যবসা করে তাদের কাছ থেকে জায়গা ভাড়া হিসেবে অর্থ হাতিয়ে নিচ্ছে। ভোর থেকে সকাল দশটা পর্যন্ত কৃষকরা তাদের পণ্য বিক্রয় করার জন্য দিতে হয় খাঁচা প্রতি একশত টাকা। যে যত বেশি খাঁচা বসায় তাকে সেই অনুযায়ী ভাড়া দিতে হয়। দশটার পর থেকে চলে ভিট ভাড়া বাণিজ্য। একটি ভিটের জন্য প্রতিদিন ভাড়া দিতে হয় পাঁচশত টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত। রাস্তার পাশে বসা ফলের দোকান গুলো হাত বদল হলে এডভ্যান্স স্বরূপ দিতে হয় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা। কোন কোন ক্ষেত্রে টাকার পরিমাণ আরও বেশি হয়। বাজারের অন্যান্য রাস্তা ও গলি গুলোরও প্রায় একই অবস্থা। বাজারের রাস্তা ভাড়া দেওয়া মালিক চক্রটি প্রভাবশালী হওয়ায় সাধারণ ব্যবসায়ী ও ভুক্তভোগীরা মুখ খুলতে সাহস পায় না। এতে সিটি কর্পোরেশনের ইজারাদার ব্যাক্তিরা বঞ্চিত হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী বলেন, সারা দিন রোদ, বৃষ্টিতে ভিজে ব্যবসা করে যে টাকা লাভ হয় তার অর্ধেকই দেখা যায় ভিটভাড়া হিসেবে দিয়ে দিতে হয়, তবুও মনে শান্তি পেতাম যদি টাকাটা সরকারের কোষাগারে জমা পরত। বাজারে অবৈধ এই ভিটভাড়া বাণিজ্যের ফলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বঞ্চিত হচ্ছে তার রাজস্ব থেকে, ব্যবসায়ী ও কৃষকরা হচ্ছে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ, ক্রেতারা চলাফেরা করতে হচ্ছে অসুবিধার সম্মুখিন আর বাজার হারাচ্ছে তার সৌন্দর্য। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র কাছে ভুক্তভোগীদের দাবী অতি দ্রুত এই অনিয়মের প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করে এই প্রভাবশালী অবৈধ রাস্তা ভাড়াটিয়া মালিকদের হাত থেকে তাদের রক্ষা করা হোক এবং ফিরিয়ে আনা হোক চির-ঐতিহ্যবাহী ময়মনসিংহ মেছুয়া বাজার এর সৌন্দর্য।

মন্তব্য করুন