বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের ৫০০ হাজার পূজা উৎসব পালিত

0
1240
নুসিং থোয়াই মার্মা, (বান্দরবান প্রতিনিধি) : বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মহাকারুণিক সম্যক সম্বুদ্ধের ৫ হাজার বছর শাসন স্মরণে ফুল পূজা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে শহরের উজানীপাড়া বৌদ্ধ বিহার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বিহারে গিয়ে পঞ্চমশীল দেশনা দেয়া হয়। এ সময় বিভিন্ন রকমের ফুল হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় বৌদ্ধ ধর্মালম্বীদের দায়ী দায়ীকা বৃন্দ।
জেলা শহরের বিভিন্ন এলাকার শতাধিক নর-নারী এই পূজায় অংশ নেয়। পরে বিহারে বিভিন্ন রকমের ৫ হাজার ফুল দিয়ে পূজা উৎসব করা হয়। পঞ্চশীল প্রার্থনায় অংশ নিয়ে সকলের মঙ্গল কামনা করেন তাঁরা। এতে ধর্ম দেশনা দেন বিহারাধ্যক্ষ উ চাইন্দা ওয়ারা ভিক্ষু। এই প্রথম বারের মত বান্দরবানে অনুষ্ঠিত হলো বৌদ্ধ ধর্মালম্বীদের ফুলপূজা। পাশ্ববর্তী দেশ মায়ানমার, শ্রীলাংকা, থাইল্যান্ডসহ বিভিন্ন বৌদ্ধ রাষ্ট্রগুলোতে এই পূজা আজ পালিত হয়েছে।

মন্তব্য করুন