সময় ফুরিয়ে আসছে: মাসচেরানো

0
1408

বার্সেলোনাতে এরনেস্তো ভালভারদে আসার পর মাত্র ৭ ম্যাচে প্রথম একাদশে ছিলেন হাভিয়ের মাসচেরানো। তাছাড়া কয়েকটি ম্যাচে মাঠে নেমেছেন বদলি হয়ে। তিনি বুঝতে পারছেন, ফুরিয়ে আসছে সময়। লিভারপুল থেকে অস্বস্তিকর বিদায়ের মতো ন্যু ক্যাম্পেও কিছু ঘটুক, চান না মাসচেরানো। সময়টা ভালো থাকতেই বার্সেলোনা ছাড়তে চান এ আর্জেন্টাইন সেন্টার ব্যাক।

রাফা বেনিতেজ লিভারপুলে কোচের দায়িত্ব ছাড়ার পর ২০১০ সালে বার্সেলোনায় যোগ দেন মাসচেরানো। গত ৭ বছরে স্পেনের এ ক্লাবে পেয়েছেন অগণিত সাফল্য- দুটি চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগা। কোপা দেল রে শিরোপাতেও হাত রেখেছেন চারবার। রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে বার্সায় চুক্তিবদ্ধ হলেও সেন্টার ব্যাকের নতুন ভূমিকায় মাসচেরানো। তবে নতুন কোচের অধীনে খুব একটা সুযোগ হচ্ছে না তার।

২০১৯ সালে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেই ফ্রি ট্রান্সফারে ন্যু ক্যাম্প ছাড়ার ইঙ্গিত দিলেন ৩৩ বছর বয়সী এ আর্জেন্টাইন মিডফিল্ডার, ‘আমি মনে করি এখানে আমার সময় ফুরিয়ে আসছে। বুঝতে পারছি, লম্বা সময় পার করার পর এই ক্লাবে আর বেশি কিছু করার নেই।’

কোনও আক্ষেপ থেকে এমনটা বলছেন না মাসচেরানো, ‘আমি কোনও কষ্ট নিয়ে এসব বলছি না। এই ক্লাবে আমার ক্যারিয়ারের অসাধারণ কয়েকটি বছর কেটেছে, সেটা কখনও ভুলব না। আমি তাদের একজন, যারা জানে এটাই চলে যাওয়ার সঠিক সময়। লিভারপুল ছাড়ার অভিজ্ঞতা আমার ভালো ছিল না, তাই সবকিছু অনুকূলে থাকতেই শেষ করতে চাই।’

মন্তব্য করুন