সক্ষম পুলিশের অক্ষম উদ্যোগ

0
1285

ছৈয়দ আন্ওয়ার : বজ্র আটুনি ফস্কা গেরো- এটি বাংলা সাহিত্যের অতি ব্যবহার্য প্রবচন। এই প্রবচনটি সবচেয়ে বেশি খাটে এ দেশের পুলিশের বেলায়। তারা মাঝে মাঝে আইন কানুনের বজ্র আটুনি প্রয়োগ করে জনসাধারণের জীবন মানকে অতিষ্ঠ করে তোলে। সাধারণত- নিরীহ ও নির্দোষ মানুষজন এই ধরনের নির্যাতনের শিকার হয়ে থাকে। এতে করে পুলিশের প্রতি মানুষের আস্থা কমে যায়। অপরদিকে, অনেক সময় পুলিশের সাথে চিহ্নিত অপরাধীদের সখ্যতা গড়ে উঠে। এই সুযোগে মাদক পাচারের মতো ঘটনা সমাজে বৃদ্ধি পায়। বলা হয়ে থাকে, পুলিশ ইচ্ছা করলেই একদিনে অপরাধজনক ঘটনা সহনীয় মাত্রার মধ্যে নিয়ে আসতে পারে। কিন্তু তারা তা করে না। আর করে না বলেই অনেকের বখে যাওয়া সন্তানদের মতো পুলিশ দম্পতির ঘরে ঐশীর মতো কুসন্তান বেড়ে উঠে। ঐশীর নিহত বাবা-মা ঐশীর নামটি ভালো রাখলেও কী সে সন্তানের মঙ্গল হবে- কীভাবে ঐশীরা সুন্দর একটি পরিবেশ পাবে সেদিকে না তাকিয়েই শুধুই টাকার পেছনে ছুটে বেড়িয়েছেন। ফলে অযত্ন অবহেলায় সবার চোখের অন্তরালে বেড়ে উঠেছে ঐশীর মতো বিষবৃক্ষ।

পুনশ্চ: আমাদের সকলকেই মনে রাখতে হবে- লোভে পাপ-পাপে মৃত্যু। কুপথে কাড়ি কাড়ি টাকার মালিক হওয়ার চেয়ে একটি সুসন্তানের জন্মদাতা হওয়া অনেক ভালো।

মন্তব্য করুন