ময়মনসিংহে নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহের দাবীতে জেলা প্রশাসক বরাবরের ব্যবসায়ীদের স্মারকলিপি

0
218
আজ ৮ সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের নিকট নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবরাহের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপি পাঠ করেন ময়মনসিংহ মুদ্রন শিল্প মালিক সমিতির সভাপতি ইয়াজদানী কোরায়শী কাজল।
এসময়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম বজলুর রহমান, ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরীফ উদ্দিন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আব্দুর রব মোশাররফ, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক একেএম আজাদ সেলিম, জেলা ড্রাগিস্ট এন্ড কেমেস্টি এসোসিয়েশনের সভাপতি দীবাকর দে, দুর্গাবাড়ি ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তৌহিদুজামান ছোটন, মেছুয়া বাজার কাঁচা মাল ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, দোয়েল শপিং কমপ্লেক্স মালিক সমিতির সাধারন সম্পাদক মুক্তার হোসেন সহ প্রমূখ।
জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহন করে বলেন আপনারদের বক্তব্য বিদ্যুৎ সচিব অবহিত করব। এছাড়াও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা প্রশাসক কে জানান তাঁর আগামী দশদিন অবস্থা পর্যবেক্ষণ করবে তাঁর পর রাস্তায় দাঁড়ানো ছাড়া আর অন্য কোন বিকল্প পথ থাকবে না।

মন্তব্য করুন