সাংবাদিকতা করতে হলে ভয়কে করতে হবে জয়-জায়েদুল আহসান

0
1361

অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে একজন সাংবাদিক বহুমুখি হুমকি ও ভয়ের মুখোমুখি হতে পারেন। সাংবাদিকতা করতে হলে এরকম হুমকি ও ভয়কে জয় করতে হবে। প্রতিবেদনের মূল লক্ষ্য হতে হবে রাষ্ট্র এবং জনগণের কল্যাণ।

শনিবার বিকেলে চ্যানেল আই অনলাইন ‍টিমের কাছে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ডিবিসি নিউজের এডিটর জায়েদুল আহসান ভয়কে জয় করার আহ্বান জানিয়ে বলেন, একজন সাংবাদিক রাষ্ট্র, সরকার এবং সামাজিক ও রাজনৈতিক শক্তির কাছ থেকে হুমকির মুখোমুখি হতে পারেন। এমনকি ব্যবসায়িক স্বার্থের কারণে কখনো কখনো নিজের প্রতিষ্ঠানও অনুসন্ধানী সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

‘এসব বিপত্তি আর বাধাকে অতিক্রম করেই সাংবাদিকতা করতে হবে, কারণ সত্য প্রকাশই সাংবাদিকতার মূল কাজ।’

দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের অংশ হিসেবে চ্যানেল আই অনলাইন প্রতি মাসে একজন সিনিয়র সাংবাদিকের কাছ থেকে তার অভিজ্ঞতার কথা শুনে। এর অংশ হিসেবেই এবার ‘খবর কোথায় লুকিয়ে থাকে’ বিষয়ে কথা বলতে অতিথি হয়ে এসেছিলেন অনুসন্ধানী সাংবাদিকতায় নানা পুরস্কারে ভূষিত জায়েদুল আহসান। তিনি একসময় দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক এবং ভোরের কাগজ ও দি ডেইলি স্টারের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেছেন।

অনুসন্ধানী সাংবাদিকতার নানা দিক নিয়ে তিনি কথা বলেছেন। পরে চ্যানেল আই অনলাইন কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জায়েদুল আহসান।

সেসময় চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান, ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদ, ইনপুট এডিটর ফাহমিদা আখতার এবং আউটপুট এডিটর প্রদীপ চৌধুরী ও আব্দুল্লাহ আল সাফিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নবীন সাংবাদিকদের উদ্দেশে জায়েদুল আহসান বলেন: অনুসন্ধানী প্রতিবেদন করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ‘লেগে থাকা’। একটি ঘটনার একটি সূত্র ধরে কাজ করার মাঝখানে এসে ‘কুইট’ করা যাবে না। যদি শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল না পাওয়া যায়, তবুও শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। এই অভ্যাসটি সাংবাদিকতা পেশায় বেশ কাজে দেয়।

‘লেগে থাকা’র বিষয়ে নিজের নানা অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

লোকাল বাসে যাত্রীদের কথা থেকে চিড়িয়াখানায় বাঘ হত্যার মতো বড় খবর, মৃত্যুদণ্ডে দণ্ডিতদের তালিকার সন্ধান করতে গিয়ে জেনারেল জিয়ার সময় বিনা বিচারে সামরিক বাহিনীর কয়েকশ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কিংবা ওইসব মৃত্যুদণ্ডের বিষয়ে সব নথি পুড়িয়ে ফেলার নির্দেশসহ যে নথি তার খোঁজ পাওয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকতা এমন একটি বিষয় যেখানে ছোট একটি ইঙ্গিত থেকেই বড় কিছুর খোঁজ পাওয়া যেতে পারে।

তিনি বলেন: তথ্য সংগ্রহের ক্ষেত্রে একজন সাংবাদিক নিজের চোখের পাশাপাশি কানকেও অনেক সময় সফলভাবে ব্যবহার করতে পারেন। সাংবাদিকতা বিষয়টি ২৪ ঘণ্টার, এটা এমন নয় যে এখন অফিসে আছি কিংবা ডিউটিতে আছি। বরং একজন সাংবাদিক সবসময়ই তার কাজের মধ্যে থাকেন। হয়তো ছুটি কাটাতে গিয়েও বড় কোন খবর পেয়ে যেতে পারেন।

‘পরিশ্রমের কোন বিকল্প নেই,’ মন্তব্য করে তিনি হাসতে হাসতে নিজেকে অলস হিসেবে উল্লেখ করেন।

ঘটনা চারপাশে সব সময়ই ঘটছে, তাকে সাংবাদিকের দৃষ্টি দিয়ে দেখতে হবে উল্লেখ করে তিনি বলেন, সংবাদ কখনো আপনা আপনি এসে ধরা দেয় না। প্রতিনিয়ত আমাদের চারপাশে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। এই ঘটনা সাধারণ মানুষের চোখ দিয়ে দেখলে চলবে না, একটি ঘটনার ক্ষুদ্রতম সূত্র থেকে অনুসন্ধান করে প্রকৃত ঘটনা বের করাই সাংবাদিকের মূল দায়িত্ব।

জায়েদুল আহসান বলেন, একজন ভালো সাংবাদিকের অন্যতম বৈশিষ্ট্য তিনি সোর্স গড়ে তুলবেন, সোর্সের সঙ্গে ভালো সম্পর্ক তৈরী করবেন। কোন বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়ে গেলেও সোর্সের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাতে ভবিষ্যতে আরো বড় খবরের সন্ধান মিলতে পারে। সুত্র: চ্যানেল আেই

মন্তব্য করুন