লকডাউনের ৩য় দিনে ময়মনসিংহে এসপির নেতৃত্বে কঠোর অবস্থানে পুলিশ

0
255

করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্য বিধি রক্ষার বিকল্প নেই। এ লক্ষে রাষ্ট্র ঘোষিত আবারো ঈদুল আজহা পরবর্তী ১৪ দিনের টানা লকডাউন চলছে। ময়মনসিংহে লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশ দিনরাত মাঠে থাকছে। লকডাউনের তৃতীয় দিন রবিবার মাঠের পরিস্থিতি পযালোচনা ও কঠোরভাবে নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান নিজে তদারকি টিম নিয়ে নগরী ঘুরে বেড়ান। এ সময় বিনা কারণে প্রাইভেটকার, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন, ব্যাটারীচালিত অটোর যাত্রীদেরকে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চান পুলিশ সুপার। এদের মধ্যে অনেকেই ঘর থেকে বের হওয়ার সঠিক কারণ উপস্থাপন করতে না পারায় কঠোরভাবে সতক করা হয়।

অপরদিকে বিভিন্ন রাস্তায় ও মোড়ে মাস্ক বিহীন শিশু কিশোরদের মাঝে মাস্ক বিতরণ এবং বাড়ির বাইরে অযথা ঘুরাফেরা না করতে বিশেষভাবে আহবান করেন। একই সাথে লকডাউন বাস্তবায়নে মাঠে দায়িত্বরত আইন শৃংখলা বাহিনীর সদস্যদেরকে মানবিকতার সাথে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, কারো সাথে খারাপ আচরণ এবং দুব্যবহার করে নয়, মানুষকে বুঝিয়ে তাদেরকে নিজ নিজ ঘরে ফেরত পাঠাতে হবে। এছাড়া বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বাইরে এসেছেন তাদেরকে কঠোরভাবে জানিয়ে দিবেন, পরবর্তীতে রাস্তায় পাওয়া গেলে প্রশাসনিকভাবে আইনী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন