খবর পাওয়ামাত্রই খাবার নিয়ে হাজির ময়মনসিংহ জেলা পুলিশ

0
265

ময়মমসিংহে কেউ না খেয়ে থাকবে তা হতেই পারে না। খাবার নেই, খবর পেয়ে করোনাকালের শুরু থেকে সকাল-বিকাল আর গভীর রাত কয়েক মিনিটের মধ্যে খাবার পৌঁছে দিচ্ছেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

ঈদুল আজহার পর কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার দুপুরে খবর পেয়ে তাৎক্ষণিক ১০ বেদে পরিবারের মাঝে দুই দিনের খাবার পৌঁছে দিয়েছেন। এর আগে লকডাউন পরিস্থিতি নজরদারি করছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। এসময় পুলিশ সুপারের মোবাইলে বার বার ফোন আসছিল শম্ভুগঞ্জ বেদে পল্লীতে ১০ পরিবারে খাবার নেই । টেলিফোন পাওয়া মাত্রই পুলিশ সুপারের নির্দেশে ওই ১০ টি বেদে পরিবারের মাঝে ২ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঐ সমস্ত বেদে পরিবারের মাঝে খাবার পৌঁছে দিতে এক মুহুর্তও সময় নেননি বলে দাবি করেছেন ডিবির ওসি শাহ কামাল আকন্দ। খবর পাওয়া মাত্র ১০ পরিবারের মাঝে খাবার পৌঁছে দিয়ে জেলা পুলিশ আবারো প্রমান করল পুলিশ শুধু কঠিন নয়, মানবিক। যা ময়মনসিংহ পুলিশ বার বার প্রমান রেখে আসছে।

মন্তব্য করুন