হালুয়াঘাটে প্রধান শিক্ষকের হস্তক্ষেপে পাল্টে গেছে ভাষা শহীদ উচ্চ বিদ্যালয়ের দৃশ্যপট

0
1677

 ওমর ফারুক সুমন, হালুয়াঘাটঃ হালুয়াঘাটে ৫নং গাজীরভিটা ইউনিয়নে শিমুলকুচি গ্রামে প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানের হস্তক্ষেপে পাল্টে গেছে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামগ্রিক দৃশ্যপট। গারো পাহাড়ের কূল ঘেঁষেই মনোরম পরিবেশে অবস্থিত বিদ্যালয়টি। যেখানে প্রতিনিয়ত যোগ হচ্ছে উন্নয়নের ছোঁয়া।

বিদ্যালয়টি ১৯৯৫ সালে বায়ান্নের ভাষা আন্দোলনে শহীদ আব্দুল জব্বারের স্মৃতিতে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে আব্দুল মান্নান দায়িত্ব পালন করে আসছেন। শুরুতে ৬১ জন শিক্ষার্থী নিয়ে আরম্ভ হওয়া প্রতিষ্ঠানটিতে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে পাঁচশত। শিক্ষক কর্মচারী মিলে মোট ১৬ জন স্টাফ পাঠদান কাজে নিয়োজিত রয়েছেন। প্রতিবছরই শিক্ষার্থীরা বৃত্তি পেয়েই চলছে। জেএসসিতে গত দুই বৎসরে বৃত্তি পেয়েছে ১১জন।

বিদ্যালয়ে রয়েছে দু’তলা বিল্ডিং ১টি, হাফ বিল্ডিং ১টি, শহীদ মিনার ১টি। শৌচাগারের সংখ্যা বেশ কয়েকটি। প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সাথে কথা বললে তিনা বলেন, বিভিন্ন সময়ে সাবেক প্রয়াত সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর সহযোগিতায় বিদ্যালয়ে যতেষ্ঠ উন্নয়ন হয়েছে। আমাদের চেষ্টা রয়েছে যাতে ২০১৯ সালের মাঝে কলেজে উন্নীত করার। এছাড়া চারজন শিক্ষক কর্মচারীর এখনো এমপিও না হওয়াই খুবই কষ্টে দিনাতিপাত করছেন। তিনি তাদের এমপিও দেওয়ার জন্যে সরকারের সু’দৃষ্টি কামনা করেন।

মন্তব্য করুন