ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য পদে আব্দুল্লাহ আল মামুন আরিফ বিজয়ী

0
134

জাহিদুল ইসলাম: ময়মনসিংহ জেলা পরিষদের সদর উপজেলার ৬নং সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ। সকাল থেকে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ময়মনসিংহ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু তাকে মিষ্টি খাওয়ান। মেয়রের কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবে বলে জানান আরিফ।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা আকুয়া সিও অফিসে অডিটোরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা ২টা পর্যন্ত চলে। নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটারগণ। এরপর গণনা শেষে সাড়ে ৩টার দিকে ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা।

বেসরকারি ফলাফলে আব্দুল্লাহ আল মামুন আরিফ (হাতি) প্রতিকে ৮৯ ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলামিন(আলভি) ঘুড়ি প্রতিকে ৪৭ ভোট পেয়েছেন। ওয়াহিদুজ্জামান মিলন তালা প্রতিকে ৩৪ ভোট, সাবেক ধর্মমন্ত্রী ও অধ্যক্ষ মতিউর রহমান ছোট ভাই ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো:মমতাজ উদ্দীন টিউভয়েল প্রতীকে পেয়েছে ১৬ ভোট, মামুন অর রশিদ অটোরিস্কা প্রতীকে ১ ভোট ।

নির্বাচনে ১৯১ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৮৭ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য নারীনেত্রী মিসেস আরজুনা কবির টেবিল ঘড়ি প্রতীকে ১৪৪ ভোট পেয়েছে।

এদিকে, নির্বাচনকে ঘিরে ব্যাপক আমেজ ছিলো পুরো উপজেলায়। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে প্রথমবার ভোট দিয়ে আনন্দিত হয়েছেন ভোটারগণ। ভোটাররা বলেছেন, ইভিএম পদ্ধতিতে সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পেরেছেন। এতে ভালোই লেগেছে ভোটারদের।

মন্তব্য করুন