ময়মনসিংহে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ দীপক নাগের বিচার দাবীতে ৩ কিলোমিটার ব্যাপী মানববন্ধন

0
129
স্টাফ রিপোটারঃ চক্ষু চিকিৎসায় বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র ১৫ হাজার টাকার লোভে তথাকথিত এক নামি চক্ষু চিকিৎসকের অপচিকিৎসার বলি হয়ে ৩৩ শতাংশ দৃষ্টিশক্তি চিরতরে হারানোর অভিযোগ করেছেন ময়মনসিংহের এক নারী চিকিৎসক।
ময়মনসিংহ চেম্বারঅফ কর্মাস থেকে সোহেল গণি নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ রাস্তা পদক্ষিণ করে ডিসি অফিস সড়কে মানবন্ধন অংশ গ্রহণ করেন।
অভিযুক্ত চিকিৎসক রাজধানীর দীন মোহাম্মদ চক্ষু হাসপাতালের রেটিনা স্পেশালিষ্ট অধ্যাপক ডাঃ দীপক কুমার নাগের বিরুদ্ধে ‘নজিরবিহীন অপেশাদারিত্বে’র অভিযোগ তুলে তার ন্যায়বিচার নিশ্চিতের দাবি তুলেছেন
ময়মনসিংহ সাধারণ মানুষ। বিভিন্ন প্ল্যা-কার্ড নিয়ে টাউনহল থেকে ব্রীজ মোড় পযন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় দাড়িয়ে মানবন্ধন করেছে সাধারণ মানুষ। দীপক কুমার উপযুক্ত শাস্তি দাবী করেন৷
এদিকে, এফবিসিসিআই সহ-সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)এর একমাত্র কন্যা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পরিচালনা পর্ষদের পরিচালক ডাঃ মাহজাবিন হক মাশা পক্ষ হয়ে সারা শহরে জুরে এই মানববন্ধন করা হয়৷
এ নিয়ে আজ গত বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে অভিযোগকারী নারী চিকিৎসক মাহজাবিন হক অধ্যাপক ডা. দীপক কুমার নাগের বিচার চেয়েছেন। বলেছেন, চোখের ভুল চিকিৎসায় তিনি (দীপক) তাঁর রেটিনা নষ্ট করে দিয়েছেন।
উল্লেখ্য, গত আগস্টে ডা নাগের বিরুদ্ধে ময়মনসিংহের একটি আদালতে মামলা করেন মাহজাবিনের ভাই সামিউল হক সাফা। মামলাটি বর্তমানে বিচারাধীন আছে।

মন্তব্য করুন