ময়মনসিংহ জিলা স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
1980

স্টাফ রিপোটার : আজ বুধবার ঐতিহ্যবাহী ময়মনসিংহ জিলা স্কুলের ১৬৫ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী ছেলেদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। এ উপলে জিলা স্কুল মাঠকে বর্ণিল সাজে সাজানো হয়। স্কুলের মাঠ এবং এর আশেপাশের অলি-গলিতে নতুন-পুরাতন ছাত্রদের মাঝে চলে আনন্দ আড্ডা ।

জিলা স্কুলের ১৬৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান (যুগ্ম-সচিব) ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরষ্কার বিতরন করেন।

ময়মনসিংহ জিলাস্কুলের প্রধান শিক এ.টি.এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি ) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।

জিলাস্কুলের ছাত্রাবাস মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত ১৬৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪৮টি ইভেন্টে ২০৮ জন শিার্থী ক্রীড়াবিদ অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খলিলুর রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার প্রয়োজনীয়তা অপরিহার্য। খেলাধূলা শরীর, স্বাস্থ্য ও দেহমনকে ভালো রাখে।

মন্তব্য করুন