ময়মনসিংহ এডওয়ার্ড ইনস্টিটিউশ স্কুলের বাষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

0
2262

স্টাফ রিপোটার : ময়মনসিংহ এডওয়ার্ড ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১০ মার্চ) বেলা ১০টার দিকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।

প্রধান অতিথি বক্তব্যে মেয়র টিটু বলেন, বর্তমান সরকার সুষম শিক্ষা বন্টনের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যয় করছেন। এ সরকার শিাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাই দেশে বর্তমানে নতুন নতুন শিা প্রতিষ্ঠান গড়ে উঠছে।

আরো বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। আর স্বাস্থ্যকে সুস্থ, সুন্দর ও সবল রাখতে খেলাধূলা অপরিহার্য্য। যে কোন খেলাধুলায় মানুষের শরীর ও মনকে সুস্থ, সবল রাখে। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা করা। কেবল সুস্থ শরীরই পারে সুস্থ, সুন্দর জীবন গড়তে।

তিনি বলেন, বর্তমানে মরণ নেশা মাদকের ছোবলে পড়ে আমাদের যুব সমাজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যত যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আরো বেশি বেশি খেলাধূলার প্রতি আগ্রহী করে তোলা দরকার। এজন্য শিা প্রতিষ্ঠানগুলোতে শিার্থীদের লেখাপড়ার সাথে সাথে খেলাধূলার প্রতি আরো বেশি গুরুত্ব দেয়া দরকার।

উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক আমিনুল করিম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাদেক খান মিল্কি টজু, ১৬ নং ওয়ার্ড কমিশনার শরাফ উদ্দিন শরাফ, স্কুল ম্যনেজিং কমিটি সভাপতি আবুল হাসনাত, ক্রীড়া প্ররিচালনায় ছিলেন আতিকুর রহমান, রেজাউল করিম, স্কুলের শিক্ষক হারুন-আর রশিদ ,
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

 

 

 

মন্তব্য করুন