আসছে তিন চাকার স্পোর্টস মোটরসাইকেলে!

0
1475
অনলাইন ডেস্ক

এর আগে কদাচিৎ তিন চাকার মোটরসাইকেলের কথা শুনলেও এই বস্তু চোখে দেখার সৌভাগ্য অনেকেরই হয়নি। দেখতে অদ্ভুত হলেও এটি বেশ ইন্টারেস্টিং! এবার জাপানের বিখ্যাত অটোমোবাইল সংস্থা ইয়ামাহা বাজারে আনতে যাচ্ছে তিন চাকার মোটরসাইকেল। বাজারে আসার আগেই এই মোটরসাইকেল নিয়ে নেট দুনিয়ায় আলোচনা এখন তুঙ্গে।

নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা তাদের এই তিন চাকার মোটরসাইকেলের নাম দিয়েছে ‘নিকেন’। জাপানি ভাষায় ‘নি’ মানে দুই। ‘কেন’ মানে হলো তরবারি। তার মানে তিন চাকার এই বাইকটিকে জাপানিরা ‘দুই তরবারি’ হিসেবে চিনবে।

এটি মূলতঃ একটি স্পোর্টস বাইক। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয় ‘৪৫তম বার্ষিক টোকিও মোটর শো’। এই শোতে তিন চাকার এই বাইকটি প্রদর্শন করেছে ইয়ামাহা। এটি তৈরিতে ব্যবহৃত হয়েছে ‘লিনিং মাল্টি হুইলার প্রযুক্তি’।

ইয়ামাহার দাবি, তাদের তিন চাকার এই বাইকটি কর্নারিংয়ের জন্য আদর্শ। ট্রিপল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটির দাম বেশ চড়া। শিগগিরই এটি ইতালির মিলানে ইআইসিএমএ শোতে প্রদর্শন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন