ডিবি’র অভিযানে ১০ জুয়াড়ি গ্রেফতার

0
272

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বিভাগীয় নগরীর পুরোহিতপাড়া থেকে বৃহ¯প্রতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার আহমার উজ্জামান ময়মনসিংহে যোগদান করেই জুয়া মুক্ত ময়মনসিংহ গড়ার প্রত্যয় নিয়ে জুয়ার বিরুদ্ধে কঠোর ঘোষনা দেন। এরই আলোকে ডিবি পুলিশ জেলাব্যাপী জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িদের গ্রেফতার করা হচ্ছে। নগরীর পুরোহিত পাড়া ও ভাটিকাশরে জুয়ার আসর বসিয়ে বড় মাপের জুয়া চালিয়ে আসছে জুয়াড়ি চক্র। এ ধরণের খবরে বৃহ¯প্রতিবার রাতে ডিবির এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর পুরোহিতপাড়ায় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, জব্বার আলী, সাইফুল ইসলাম, নাজিম, মাঃ মোখছেদ, মোফাজ্জল হোসেন। এছাড়া এসআই কামরুল হাসান সংগীয় সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর ভাটিকাশর থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, নূরুল আমিন, খোকন মিয়া, আবুল কালাম আজাদ, আল আমিন, রনি মিয়া। তাদের কাছ থেকে জুয়াড় সামগ্রী উদ্ধার করা হয়। শুক্রবার জুয়া আইনে মামলাশেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন