ময়মনসিংহে র‌্যাব অফিসের পাশে উদয়ন কাবে কোতোয়ালীর অভিযানে ১৪ জুয়ারি গ্রেফতার

0
1067

স্টাফ রিপোটার: নগরীর সার্কিট হাউজের কাবপাড়া থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৪ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নিরঞ্জন সরকার, জালাল উদ্দিন, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, তাইজউদ্দিন, মোখলেছুর রহমান, এমদাদুল হক, গুল আহমেদ মেম্বার, সাইদুল ইসলাম, বাবুল মিয়া, আঃ রেজ্জাক, সেকান্দর ও মোখলেছুর রহমান। শহরের কাবপাড়া সার্কিট হাউজ আবুল মুনসুর সড়কের উদয়ন কাব থেকে জুয়ার সামগ্রীসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, বিভাগীয় শহরের সার্কিট হাউজ সংলগ্ন র‌্যাব অফিসের পাশ দিয়ে বয়ে যাওয়া আবুল মুনসুর সড়কে বিভিন্ন কাবগুলো দিবারাত্রি জুয়া খেলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্রীড়াপল্লী ও র‌্যাব অফিসের পাশে অহরহ জুয়া খেলার অভিযোগ পেয়ে পুলিশ বুধবার রাতে অভিযান চালায়। এ সময় উল্লেখিত ১৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নামে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়। ওসি মাহমুদুল ইসলাম আরো বলেন, শুধু কাবপাড়া নয় কোতোয়ালী মডেল থানা এলাকার কোথাও জুয়া চলতে দেওয়া হবেনা। যারাই জুয়ার সাথে জড়িত থাকবে তাদেরকেই গ্রেফতার করে আইনের আওতায়া আনা হবে।

মন্তব্য করুন