ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
945
ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ সংগ্রহশালা প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার ত্বাংলাদেশ অাওয়ামীলীগের উদ্যোগে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় অাওয়ামীলীগ মনোনীত পলিটিকাল ট্রেইনার সুমন চন্দ্র ঘোষের পরিচালনায় ভালুকা মহিলা অাওয়ামীলীগের সভানেত্রী কবি ড.সেলিনা রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ অাওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

উপর্যুক্ত কর্মশালায় গ্রুপওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ অাওয়ামীলীগের গঠনতন্ত্র,দলীয় ইতিহাস, দলীয় সাফল্য ও নির্বাচনী প্রচারিভাযান বিযয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।ব্যতিক্রমী এই সাড়া জাগানো রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিউনাল কো-অর্ডিনেটর নার্গিস অাক্তারের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে জেলা অাওয়ামীলীগ নেতা হাজী মোহাম্মদ রফিক,ভালুকা উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টুসহ ভালুকা উপজেলা অাওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ ও মহিলা অাওয়ামীলীগের শীর্ষস্হানীয় নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি জেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন “রাজনৈতিকভাবে প্রশিক্ষিত নেতা কর্মীর কোন বিকল্প নেই,তাই অত্যন্ত সময়োপযোগী এই প্রশিক্ষণ কর্মশালা তৃনমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে।রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপস্হিত নেতাকর্মীরা প্রশিক্ষণ কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন এবং এই রাজনৈতিক প্রশিক্ষণ কর্মসূচী অব্যাহত রাখার অনুরোধ জানান।

মন্তব্য করুন