হালুয়াঘাটে ভিক্ষুকদেরকে জেলা প্রাশাসকের ছাগলসহ প্রণোদনা বিতরণ

0
791

ওমর ফারুক সুমন, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “আর নয় ভিক্ষাবৃত্তি-আমরা হবো স্বাবলম্বী” এই স্লোগানকে সামনে রেখে ২৫ এপ্রিল বুধবার উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে ভিক্ষুকমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।

বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের সহায়তায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৮১ জন ভিক্ষুকের মধ্যে ১৩ জনকে ২৪টি ছাগল, ২০ জনকে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। একই সাথে ৫৭ জনকে একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওতায় আনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ মোহসীন খান, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, পৌর মেয়র খাইরুল আলম ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, সাধারন সম্পাদক আব্দুর রশিদসহ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভাগীয় কর্মকর্তা, ইউ.পি. চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি কমিশনার(ভূমি) লুৎফুন্নাহার।

মন্তব্য করুন