নিহত শাওনের বিচার চেয়ে পিতা এম এ কুদ্দুছ আদালতে মামলা দায়ের

0
2937

ময়মনসিংহের আলোচিত হত্যামামলা হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাওনের হত্যাকান্ডটি সর্বাধিক আলোচিত ও সমালোচিত নানাকারণে।

আজ সকাল ১০ ঘটিকায় আদালতে মামলা দায়ের করতে আদালতে উপস্থিত হয় নিহত শাওনের পিতা। অবশেষে মামলা দায়ের করলেন। আদেশ দিবে আদালত। সেই অপেক্ষায় পরিবার-স্বজনসহ ময়মনসিংহের শাওনের শুভানুধ্যায়ীরা।

নগরীর প্রানকেন্দ্রে সংগঠিত এই হত্যাকান্ডটি ঘটনাবহুল বিভিন্ন কারণে। হত্যাকান্ডটি সংগঠিত হওয়ার পরপরই ময়মনসিংহের সাধারণ ছাত্র-জনতা এর প্রতিবাদ করতে রাস্তায় বের হয়।

নিহত শাওনের বোন ফ্লোরা মানব-বন্ধন থেকে তার বক্তব্যে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সহায়তা দাবী করে।

পরবর্তীতে তার দাবীর পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ সাড়া দিয়ে বিক্ষোভ সমাবেশ পালন করে।

তারপরই ময়মনসিংহ পুলিশ প্রশাসন সন্দেভাজন তিন জনকে আটক দেখিয়ে মামলা দায়ের করেন। আদালত পুলিশের দাবীর পরিপ্রেক্ষিতে সন্দেভাজনদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নিহত শাওনের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেয়। পরে লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়।

তারই ধারাবাহিকতায় আজ বুধবার সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক জেলা যুবলীগ নেতা নিহত শাওনের পিতা এম এ কুদ্দুছ আদালতে মামলা দায়ের করলেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইকরামুল হক টিটু, নিহত শাওনের বোন ফ্লোরা, নুরুজ্জামান খোকন, সোহেল গণি প্রমুখ।

মন্তব্য করুন