ময়মনসিংহে ডিবি’র অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার

0
754

স্টাফ রিপোটার: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ আট ডাকাত গ্রেফতার হয়েছে। তাদের নামে মামলাশেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ডিবির এসআই আক্রাম হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার পাটগুদামসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে খবর পায় পাটগুদাম যক্ষা হাসপাতালের পরিত্যাক্ত ঘরে একদল ডাকাত দেশীয় তৈরী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

ডিবির ঐ দলটি তাৎক্ষনিক উদ্বতন কতৃপক্ষের সাথে পরামশ করে অভিযান চালিয়ে ডাকাত মোঃ ফরহাদ,মোঃ ছাব্বির, মোঃ শামীম, আঃ ছাত্তার, বাবু মিয়া, আঃ মান্নান, মোঃ মনা ও আল- আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবির ওসি আরো জানান, ঈদুল রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে এ চক্রটি বড় ধরনের অপরাধের চেষ্ঠা করছিল। যথাসময়ে খবর পাওয়ায় এবং পুলিশের তাৎক্ষনিক অভিযানের ফলে তা রোধ করা সম্ভব হয়েছে।

মন্তব্য করুন