পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

0
684

এবার জসিম উদ্দিন নামে এক পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর খামারবাড়ি এলকায় বিদেশগামী ব্যক্তির গাড়ি থামিয়ে এ ঘটনা ঘটায়।

পুলিশের ওই এএসআই খুলনা জেলায় কর্মরত আছেন বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গণেশ গোপাল বিশ্বাস। থানায় তার বিরুদ্ধে ছিনতাই মামলা রেকর্ড হয়েছে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী হিমেল খান জানান, তিনি এবং তার চাচাতো ভাই শফিক খানকে নিয়ে মঙ্গলবার রাতে ধানমণ্ডি থেকে বিমানবন্দর যাচ্ছিলেন। খামারবাড়ির সামনে এলে নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে তাদের প্রাইভেট কার থামানো হয়।

থামানোর সঙ্গে সঙ্গে মোটরসাইকেল আরোহীরা চালকের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেয়। পরে জোর করে দুটি মোবাইল ফোন, টাকাপয়সা ও সঙ্গে থাকা মুল্যবান জিনিসপত্র নিয়ে নেয়।

এ সময় তারা ছিনতাইকারী ছিনতাইকারী বলে চিৎকার করলে আশপাশের লোকজন তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে। তারা পুলিশ কর্মকর্তা এএসআই জসিম এবং অপর ব্যক্তি মিঠুকে আটক করে।

মন্তব্য করুন