গফরগাঁও অডিটরিয়াম ভবনের ছাদধসে হতাহতের ঘটনায় গফরগাঁও থানায় মামলা

0
1874

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শহরে নির্মানাধীন জেলা পরিষদের অডিটরিয়াম ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।শনিবার (১৭ ফেব্রুয়ারী ) দুপুরে নিহতের স্ত্রী বেদেনা আক্তার বাদি হয়ে গফরগাও থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি গফরগাও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু: রায়হানুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে থানা পুলিশ জানায়, মামলার এজাহারে কারো নাম উল্লেখ না করে “রতন এন্টারপ্রাইজ” নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, ময়মনসিংহের গফরগাও শহরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে একজন নিহত ও সাতজন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা হাসাপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় নিহত হন নেত্রকোনা জেলার দুর্গাপুরে  ভেন্ডাকান্দা গ্রামের শ্রমিক জাহান (২৩)। আহত  হন  একই গ্রামের আনোয়ার হোসেন (২২) আলমগীর (০০) নজরুল (৩১) আব্দুল হামিদ (২০)। এছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিপুল (১৮) আজাহার (১৭) ধোবাববউরার  আজাহারুলও (১৯) আহত হন।

আরও জানা যায়, শুক্রবার (১৬ ফেব্রুয়ারী ) সকাল  সাড়ে দশটার দিকে উপজেলার প্রধান সড়কের পাশে ছাদ ধালাইয়ের কাজ শুরু করে শ্রমিকরা। হঠাৎ করে ছাদ ধসে পরে শ্রমিকরা নীচে চাপা পরে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থানা সংলগ্ন হওয়া পুলিশ দ্রুত হতহতদের উদ্ভার করে হাসপাতালে পাঠায়। উদ্ভার কাজ যোগ দেয় দমকল বিভাগের কর্মীরাও।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম জানান, গফরগাঁও থানার বাউন্ডারি দেয়ালের সাথেই জেলা পরিষদের অডিটরিয়ান নির্মাণের কাজ চলছে। আজ সকালে সাড়ে দশটার দিকে প্রধান সড়কের পাশে ছাদ ঢালাইয়ের কাজ শুরু করে শ্রমিকরা। হঠাৎ করে ছাদধসে শ্রমিকরা নীচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।

রায়হানুল আরও জানান, দুর্বল সাটারিংয়ের কারণে দুর্ঘটনা ঘটেছে। ছাদের নীচে মাটিতে বালির ওপর ইট দিয়ে সাটারিং করা হয়েছিল । ফলে ছাদে লোড বেড়ে যাওয়ায় সাটারিং এর বাঁশের নীচ থেকে ইট বালি সরে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

মন্তব্য করুন